রাশিয়া ও চীনকে মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতে চলেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ২০১১ সালে বিলুপ্ত করা দ্বিতীয় নৌবহর ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন চীফ অব ন্যাভাল অপারেশন এডমিরাল জন রিচার্ডসন বলেছেন, ‘দ্বিতীয় নৌবহর আবার নতুন করে গঠন করে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুল এবং উত্তর আটলান্টিকে মোতায়েন করা হবে।’
তিনি আরো বলেছেন, ‘এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের যে নতুন প্রতিরক্ষা কৌশল প্রকাশ করা হয়েছে তাতে এটা পরিষ্কার যে পৃথিবীতে বৃহৎ শক্তিধর দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা ফিরে এসেছে। কাজেই রাশিয়া এবং চীনকে মোকাবেলার বিষয়টিকে এই নীতি প্রাধান্য দেয়া হয়েছে।’
এর আগে, খরচ কমানো এবং অন্যান্য কাঠামোগত বিষয় বিবেচনায় রেখে তাদের দ্বিতীয় নৌবহর বিলুপ্ত করেছিল যুক্তরাষ্ট্র। তবে ফের দ্বিতীয় নৌবহরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিরক্ষা কৌশলের অংশ।
রাশিয়া সম্প্রতি তাদের নৌশক্তি বাড়ানোর জন্য প্রচেষ্টা জোরদার করেছে। বাল্টিক সাগর, উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক তৎপরতা বাড়ছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র বড় বড় দেশগুলোর মধ্যে এখন যে প্রতিযোগিতা চলছে সেদিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে রাশিয়ার দিকে। তবে কে এই দ্বিতীয় নৌবহরের কমান্ডার হবেন এই বহরে কি কি থাকবে তা এখনো ঠিক হয়নি।
বিবিসি।
No comments:
Post a Comment