যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মরত হন্ডুরাসের প্রায় ৬০ হাজার নাগরিকের বিশেষ সুরক্ষা সুবিধা হ্রাস করায় সে দেশের নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন আইনের আওতায় তাদের সুবিধা হ্রাস করা হয়। খবর এএফপি’র।
এর আগে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায় যে, তারা হন্ডুরাসের তথাকথিত সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করছে। তবে নতুন এ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদেরকে ১৮ মাস সময় দেয়া হয়েছে। ফলে তারা ২০২০ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে।
এর আগে ট্রাম্পের সরকার এল সালভাদর, হাইতি, নেপাল ও নিকারাগুয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছিল। হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, টিপিএস বাতিল যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। তবে এটি খুবই দুঃখজনক।
এএফপি।
No comments:
Post a Comment