হাঁটুর চোটের কারণে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেস ভক্তদেরকে প্রেরণামূলক বার্তা দিয়ে জানিয়েছেন ফিরে আসার প্রত্যয়ের কথা।
গত মঙ্গলবার ফরাসি কাপের ফাইনালে লেস হারবিয়েরসের বিপক্ষে শেষ মুহূর্তে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন আলভেস। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের জন্য যথাসময়ে সেরে উঠবেন পিএসজির এই রাইট ব্যাক। তবে শুক্রবার ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানায় তা সম্ভব হবে না। ছয় মাস পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা আমেরিকা জয়ের পাশাপাশি স্পেন, ইতালি ও ফ্রান্সের সর্বোচ্চ লিগের শিরোপা জেতা আলভেস বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দুর্ভাগ্যটাকে বয়ে বেড়াতে চান না।
দ্য প্লেয়ার্স ট্রিবিউনে শনিবার প্রকাশিত নিজের এক লেখনিতে ৩৫ বছর বয়সী আলভেস বলেন, “আমি চাই না, আমার জন্য কেউ কাঁদুক। আমি চাই না আমার জন্য কেউ দুঃখ বোধ করুক। আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি।”
রাশিয়ায় ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে পারবে বলে বিশ্বাস আলভেসের। সেই সঙ্গে ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বার্সেলোনা ও ইউভেন্তুসের সাবেক এই্ খেলোয়াড়।
“আমি নিজেকে বয়স্ক ভাবি না। আপনি যদি দেখেন, আমার উদ্দীপনা প্রায় ১৩ বছর বয়সীর মতো। কে জানে, ২০২২ সালের বিশ্বকাপ যখন আসবে তখনও হয়তো আমি দলে জায়গা পাওয়ার জন্য লড়ব। তখন আমার শরীরের বয়স হবে ৩৯। কিন্তু আমার মনোবল থাকবে ১৭ বছর বয়সীর মতো।”
১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে ব্রাজিলের। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী কোস্টা রিকা ও সার্বিয়া।
No comments:
Post a Comment