তুরস্কে আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল একে পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
রিসেপ তাইয়্যিপ এরদোগান দেশটির বর্তমান প্রেসিডন্ট। ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্বপালন করেছেন।
দেশটির সুপ্রিম বোর্ড অব ইলেকশন ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। রোববার সকালে কমিশন এক গেজেটে চূড়ান্ত প্রার্থীদের এ তালিকা প্রকাশ করে।
এবারের নির্বাচনে এরদোগানের প্রতিদ্বন্দ্বীতা করছেন আরও ৫ প্রার্থী। নামের ইংরেজি আদ্যাক্ষর অনুসারে প্রকাশিত প্রার্থীরা হচ্ছেন...
১. দগু পেরিনসেক:
( দগু পেরিনসেক। ছবি: Axar.Az)
দগু পেরিনসেক পেশায় একজন আইনজীবী। তিনি লেফ্ট-উইং ন্যাশনালিস্ট প্যাট্রিয়টিক পার্টির চেয়ারম্যান।
২. মেরাল আকসেনার:
( মেরাল আকসেনার। ছবি: milliyet.com.tr)
মেরাল আকসেনার ২০১৬ সালে ভাইস স্পিকার এবং ইন্টেরিয়র মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। মেরাল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।
৩. মুহাররেম ইনসে:
(মুহাররেম ইনসে। ছবি: Hürriyet Daily News)
মুহাররেম ইনসে রিপাবলিকান পিপলস পার্টি থেকে ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একাধারে চারবার নির্বাচিত সংসদ সদস্য। এর মধ্যে দুবার তিনি পার্লামেন্টারি গ্রুপের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন।
৪. সেলাহাতিন দেমিরতাস:
( সেলাহাতিন দেমিরতাস। ছবি: James in Turkey)
সেলাহাতিন দেমিরতাস জাজা কুরদিস গোত্রের নেতা। তিনি ২০০৭ সালে তুরস্কের সংসদ সদস্য ছিলেন। দেমিরতাস দেশটির লেফ্ট উইং প্রো-কুর্দিস পিপলস পার্টির কো-লিডার হিসেবে দায়িত্বপালন করেছেন।
৫. তেমেল কারামোল্লগগু:
( তেমেল কারামোল্লগগু। ছবি: Aydınlık)
তেমেল কারামোল্লগগু তুরস্কের ফেসিলিটি পার্টির নেতা হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্বপালন করছেন।
No comments:
Post a Comment