Sunday, April 17, 2016
সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুনে নিহত ১২
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে ইউনাইটেড পেট্রোকেমিক্যাল কম্পানির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১২ কর্মী নিহত ও আরো ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নিয়মিত রক্ষাণাবেক্ষণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়, দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, কাতারের দ্য পেনিনসুলা। আগুন তেমন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিভিয়ে ফেলা হয়, কিন্তু আগুনের কারণে সৃষ্ট ঘন কালো ধোঁয়ার কারণে লোকজনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়। ভারতীয় এক টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় ও তিনজন ফিলিপিনো। ইউনাইটেড পেট্রোকেমিক্যাল কম্পানি, সৌদি অ্যারাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজের (এসএবিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment