Friday, April 15, 2016
ক্যান্সারে দীর্ঘায়ু দেয় বিবাহিত জীবনের সুখ
বহু বছর ধরে বিজ্ঞানীরা দেখে আসছেন, ক্যান্সারের আক্রান্ত বিবাহিতরা অবিবাহিত ক্যান্সার রোগীদের চেয়ে বেশি দিন বাঁচেন। নতুন এক গবেষণায় বলা হয়, সম্পর্কের বাঁধন ক্যান্সার রোগীদের জীবনে বাড়তি আয়ু যোগ করতে পারে। এর পেছনে অর্থনৈতিক অবস্থা তেমন ভূমিকা রাখে না। বিবাহিত ক্যান্সার রোগীরাই অন্য আক্রান্তদের চেয়ে দীর্ঘায়ু লাভ করেন। দ্য ক্যান্সার প্রিভেনশন ইনস্টিটিউট অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী স্কারলেট লিন গোমেজ জানান, আয়ু বৃদ্ধির ক্ষেত্রে সামাজিক ও সম্পর্কগত অবস্থাই প্রভাবশালী হয়। সম্পর্কের কারণে মানুষ আবেগগতভাবে পরস্পরের সহযোগী হয়ে থাকেন। এতে দৈহিক ও মানসিক স্বাস্থ্যের কিছুটা যত্নআত্তি হয়। আবার ক্যান্সার আক্রান্ত বিবাহিতদের অর্থনৈতিক বিষয়টাও বিবেচনায় রাখা হয়। যেমন দুজনের উপার্জন বেশি পয়সা আনতে পারে। কিন্তু এটি দীর্ঘায়ু আনতে তেমন ভূমিকা রাখে না বলেই মনে করেন গোমেজ। ক্যান্সার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে ক্যালিফোর্নিয়ার ৮ লাখ ক্যান্সার রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। এদের অধিকাংশরই ক্যান্সার ধরা পড়ে ২০০০-২০০৯ সালের মধ্যে। ২০১২ সাল পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করা হয়। গবেষকরা দেখেছেন, ক্যান্সারে আক্রান্ত অবিবাহিত পুরুষদের মৃত্যু সম্ভাবনা বিবাহিতদের চেয়ে ২২ শতাংশ বেশি থাকে। আর অবিবাহিত নারীদের ঝুঁকি বেশি ১৫ শতাংশ। দীর্ঘায়ু লাভের ক্ষেত্রে ১০ ধরনের ক্যান্সারকে বিবেচনা করা হয়েছে। আবার চিকিৎসার মাধ্যমে সহজে আরোগ্য লাভ করা যায় এমন ক্যান্সারের ক্ষেত্রেও বিবাহিতরা দারুণ সুবিধা পেয়ে থাকেন। তাই মনে রাখতে হবে, বোঝাপড়া ও সুখকর সম্পর্ক বিরাজ করলে দম্পতিরা দৈহিক ও মানসিকভাবে অন্যদের চেয়ে বেশি সুস্থ থাকেন। আবার অসুখী দম্পতিদের উভয় ধরনের স্বাস্থ্যের অবস্থা শোচনীয় থাকে। দুজনের ভালো ও সুখী সম্পর্ক এমনকি ক্যান্সারের ক্ষেত্রেও উপকারী হয়ে উঠতে পারে বলে জানা বিশেষজ্ঞরা। সূত্র : হাফিংটন পোস্ট
Labels:
লাইফস্টাইল
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment