Social Icons

Friday, April 15, 2016

যে দেশে ট্রেন চলে আকাশপথে

বিশাল পাহাড় পেরিয়ে আপন গতিতে চলে ট্রেন। আবার মাঝসমুদ্রেও ট্রেন দ্রুত বেগে ছুটে যায়। এসব নতুন কিছু নয়। বিজ্ঞানের উন্নতির সঙ্গে মানুষ আকাশ ছুঁয়েছে। কিন্তু ট্রেন চলে আকাশে! কথাটা শুনে আপনার চক্ষু ছানাবড়া হতেই পারে! তবে এটা কোনো রূপকথার গল্প নয়। এমন আশ্চর্য দৃষ্টান্ত রয়েছে আর্জেন্টিনায়। যেখানে ট্রেন আকাশের মাঝে মেঘ ভেদ করে এগিয়ে যায় গন্তব্যের দিকে। তাই একে বলা হয় 'ট্রেন টু দি ক্লাউডস' (train to the clouds)। দক্ষিণ-পশ্চিম আর্জেন্টিনায় রয়েছে এই আশ্চর্য রেল স্টেশনটি। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৪,২০০ মিটার উচ্চতায় অ্যান্ডেজ় পর্বতশৃঙ্গের ওপর নির্মিত। ট্রেন লাইনটির কিছু অংশ আকাশের ওপর দিয়ে গেছে। যেখানে ট্রেনটি মেঘেদের ভেদ করে সামনের দিকে এগিয়ে যায়। এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে দেশ বিদেশের বহু মানুষ ভিড় করে। এই রেল স্টেশনটি বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। পাহাড় বা পর্বতশৃঙ্গের ওপর রেললাইন বহু আছে। তবে এটি বাকিদের থেকে আলাদা। সেই সঙ্গে অন্যতম উচ্চতম রেললাইন। আর্জেন্টিনার 'সিটি অফ সালটা' থেকে এই স্টেশনটির যাত্রাপথ শুরু হয়। যার উচ্চতা ১১৮৭ মিটার। ট্রেনটির গন্তব্যস্থল হলো সালটা থেকে লা পলভোরিলা। মোট দূরত্ব ২১৭ কিলোমাটির। ট্রেনটি ১৬ ঘণ্টায় এই পথ অতিক্রম করে। ট্রেনটির যাত্রাপথে মোট ২৯টি ব্রিজ, ২১টি টানেল, ১৩টি খিলান ও ২টি ক্ষুদ্র বাঁক রয়েছে। এই রেললাইনটির নির্মাণ কাজ শুরু হয় ১৯২১ সালে। প্রথমে এই রেল স্টেশনটি অর্থনৈতিক ও সামাজিক কারণে তৈরি করা হলেও ১৯৭২ সালে একে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates