ভারতের শীর্ষ নারী মোটর বাইক চালক ভিনু পালিওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ৪৪ বছর বয়সী এই বাইকার মধ্য প্রদেশের বিদিশা জেলায় দুর্ঘটনার শিকার হন। ভিনু আরেকজন বাইকারের সঙ্গে হার্লি ডেভিডসন নিয়ে দেশভ্রমণে বের হয়েছিলেন।
ভুপাল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি বাঁক ঘোরার সময় রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনাস্থল থেকে বিদিশার একটি হাসপাতালে নেয়া হলেও তার আগেই মারা যান তিনি।
ভিনু ও তার সহবাইক চালক তানওয়ার সাগর থেকে ভূপাল যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন। জয়পুরের বাসিন্দা ভিনু বাইক চালানোর দক্ষতা ও ১৮০ কিলোমিটার গতিতে হার্লি ডেভিডসন চালানোর জন্য ভারতে সুপরিচিত ছিলেন। তিনি দেশব্যাপী তার বাইক সফর নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর পরিকল্পনা করছিলেন।
পুলিশ জানিয়েছে শিগগিরই ভিনুর লাশ জয়পুরে নিয়ে যাওয়া হবে। সকালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। সম্প্রতি লেডি অব দ্য হার্লি ২০১৬ খেতাব পেয়েছিলেন ভিনু। সূত্র: ইন্ডিয়া টুডে


No comments:
Post a Comment