সমকামী এক যুগলকে বিয়ের আবেদন বাতিল করে দিয়েছে চীনের আদালত। দেশটিতে প্রথমবারের মত সমকামীদের বিয়ের আইনগত স্বীকৃতির চেয়ে আবেদনটি করা হয়েছিল। বুধবার বিচারক তারা রায়ে বলেন, এ ধরনের কোন বিয়ে আদালতে রেজিস্ট্রি হতে পারে না।
সুন ওয়েলিন এবং হু মিংলিয়াং নামে দুই পুরুষ যুগলের গত জুনে বিয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে এ নিয়ে তারা ডিসেম্বরে চ্যাংশা নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলা আদালত মামলাটি আমলে নিয়ে তা শুনানিতে রাজি হয়। ওইদিন তারা আদালতে গেলে তাদের সমর্থনে বহু লোক আদালতের বাইরে ভিড় করে। কিন্তু আদালত শুনানি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করে দেয়।
ওই যুগলের আইনজীবী জানান, তিনি আশা করেছিলেন এ নিয়ে তিনি যথার্থ রায় পাবেন। কিন্তু আদালত মুহূর্তের মধ্যেই তা প্রত্যাখ্যান করে দেয়। তিনি বলেন, এটি আইনের সাধারণ ভিত্তির বিপরীতে গেছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment