কেনিয়া থেকে বহিষ্কৃত ৪৫ জন তাইওয়ানী নাগরিককে আটক করেছে চীন। প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে এই নাগরিকদের জোরপূর্বক চীনগামী বিমানে তুলে দেয় কেনিয়া কর্তৃপক্ষ।
তাইওয়ানীদের আটক করার বিষয়ে সাফাই গেয়ে চীন বলেছে, টেলিকম খাতে এই তাইওয়ানীদের প্রতারণার ফলে চীনাদের কয়েক বিলিয়ন ইউয়ান ক্ষতি হয়েছে। এই তাইওয়ানীদের চীনে পাঠিয়ে দিয়ে 'ঐক্যবদ্ধ চীন' নীতি মেনে চলায় কেনিয়ার প্রশংসা করেছে দেশটি।
এদেরকে আটক করার নিন্দা জানিয়েছে তাইওয়ান। তারা একে বিচার 'বহির্ভূত অপহরণ' বলে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে।
চীনের বাধার কারণে বিশ্বের বেশিরভাগ দেশই তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে না। কেনিয়ারও তাইওয়ানের সঙ্গে কোন কূটনৈতিক সম্পর্ক নেই। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment