Social Icons

Saturday, April 9, 2016

ক্যামেরনের পদত্যাগ দাবি; নওয়াজের বিরুদ্ধে লংমার্চ

পানামা পেপারস কেলেংকারিতে ফেঁসে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শনিবার ক্যামেরনের পদত্যাগ চেয়ে তার বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে হাজার হাজার ব্রিটিশ। মোসাক ফনসেকায় কর ফাঁকি দিয়ে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা পেয়েছিলেন এমন স্বীকারোক্তির পর এবার নিজের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন। শনিবার ক্যামেরন বলেছেন, তার বাবার কোম্পানির কর ফাঁকি বিষয়ের সঠিক ব্যবস্থাপনা করতে পারেননি। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলেমেয়েদের কর ফাঁকি ও অর্থ পাচারের তথ্য ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে লংমার্চের ডাক দিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও বিরোধীদলীয় নেতা ইমরান খান। অন্যদিকে ভারতের রাজনীতিবিদ ও তারকাদের কর ফাঁকির বিষয়ে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে পাঁচ শতাধিক ভারতীয়র নাম রয়েছে। খবর এএফপি, টেলিগ্রাফ, পাক ট্রিবিউন ও ডেইলি মেইলের। পানামা পেপারস ফাঁসের পর বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক চাপের মুখে পড়েছেন অর্থ পাচারকারী রাষ্ট্রপ্রধান ও ক্ষমতাবানরা। এ নথি ফাঁসের পর বিশ্বের ২০০টিরও বেশি দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব, ৭২ জন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান, কয়েকশ’ রাজনীতিক, ব্যবসায়ী, সেলিব্রেটি আর নামিদামি ক্রীড়া ব্যক্তিত্বের গোমর ফাঁস হয়ে গেছে। এসব প্রভাবশালীর সম্পদ আড়াল, ট্যাক্স ফাঁকি আর অর্থ পাচারের খবর বিশ্বের সামনে উন্মুক্ত হয়ে পড়েছে। এ তালিকায় উঠে আসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাবার নাম। এ নিয়ে প্রাথমিক সমালোচনার মুখে ক্যামেরন বলেছিলেন, বাবার অফশোর কোম্পানিতে তার পরিবার কোনো সুবিধা পায়নি। কিন্তু ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার ক্যামেরন স্বীকার করেছেন, তিনি ও তার স্ত্রী সামান্থা ক্যামেরন তার বাবা ইয়ান ক্যামেরনের অফশোর ট্রাস্টের শেয়ারের মালিকানা পেয়েছিলেন। তবে ক্যামেরনের দাবি, প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি ওই অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন এবং লভ্যাংশের ওপর যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী আয়করও দিয়েছেন। তিনি বলেন, ‘সামান্থা (ক্যামেরনের স্ত্রী) ও আমার একটি যৌথ হিসাব ছিল যেখানে ব্লেয়ারমোর ইনভেস্টমেন্ট ট্রাস্টের ৫ হাজার শেয়ার ছিল। ওগুলো আমরা ২০১০-এর জানুয়ারিতে ৩০ হাজার পাউন্ডের কাছাকাছি দামে বিক্রি করে দেই। লভ্যাংশ থেকে আমি করও পরিশোধ করেছি। তবে এ লাভ মূলধনী করের সীমার মধ্যে না পড়ায় আমি স্বাভাবিক নিয়মেই কর পরিশোধ করি।’ শনিবার হাজার হাজার বিক্ষোভকারী ডাউনিং স্ট্রিটের পাশের হোয়াইটহলে সমবেত হয়ে দাবি তোলেন ক্যামেরন ‘এখনই পদত্যাগ করতে হবে’। বিক্ষোভকারীরা পানামা হ্যাট পরে এবং ক্যামেরনের পদত্যাগের দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে সমবেত হন। বিশাল একটি শূকরের মুখে ক্যামেরনের মুখোশ লাগিয়ে জনতা স্লোগান তোলেন ‘ডেভিড ক্যামেরন মাস্ট রিজাইন, ট্যাক্স ইভেশন ইজ এ ক্রাইম’। স্থানীয় সময় বেলা ১১টায় বিক্ষোভ শুরু হয় শেষ পর্যন্ত এতে কয়েক হাজার লোক সমবেত হয়। অফশোর বিনিয়োগ থেকে সুবিধা পাওয়ার কথা স্বীকার করার পর ক্যামেরনের পদত্যাগ দাবি করেছেন লেবার দলের এমপি জন মান। তাকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেট দলের নেতা টিম ফ্যারোন। একই সঙ্গে সরকারের অন্য মন্ত্রীদের আয়কর রিটার্ন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন লেবার দলের এমপিরা। এমপি জন মান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি পার্লামেন্টের স্থায়ী কমিশনার ক্যাথরিন হাডসনকে বলবেন ক্যামেরনের বিষয়টি পরীক্ষা করে দেখতে যে, তিনি তার শেয়ার থেকে যে সুবিধা তিনি পেয়েছেন তা তিনি হাউস অব কমন্সের রেজিস্ট্রারে প্রকাশ করেছেন কিনা। ডেভিড ক্যামেরন দেশবাসীকে ভুলপথে পরিচালিত করেছেন বলে অভিযোগ করেছেন লেবার দল নেতা জেরেমি করবিন। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী মানুষের আস্থা হারিয়েছেন। আগামীকাল (সোমবার) পার্লামেন্টে ক্যামেরন একটি বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে এবং তার ছয় বছরের কর পরিশোধের আমলনামা প্রকাশ করবেন বলে জানিয়েছে টেলিগ্রাফ। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের অর্থ কেলেংকারির প্রতিবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও বিরোধীদলীয় নেতা ইমরান খান। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। সম্প্রতি ফাঁস হওয়া পানামা কেলেংকারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম থাকার পর তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান এ ঘোষণা দিলেন। তবে রাজধানী ইসলামাবাদের বদলে এবারে লাহোর অভিমুখে লংমার্চ করা হবে। যদিও ওই লংমার্চের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি পিটিআই নেতা। অন্যদিকে, ‘পানামা পেপারস’ ফাঁসের ঘটনায় ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে ৪ এপ্রিল ভোররাতে দেশে ফেরেন তিনি। এর পর ওই দিন সকালেই কর্মকর্তাদের জরুরি তলব করে তিনি এ নির্দেশ দেন। পানামা পেপারসে বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন ও তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের পরিবারের অর্থ পাচারের তথ্য পাওয়ার দাবি করা হয়েছে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates