আঙুলের ছাপ দিয়েই এবার চলবে ব্যাংকের লেনদেন। এমনকি কেনাকাটার লেনদেনেও দিতে হবে আঙুলের ছাপ। প্রথমবারের মতো জাপানে চালু হতে যাচ্ছে এই নিয়ম। নতুন নিয়মে অটোমেটিক ট্রেলার মেশিন (এটিএম) কার্ডের পরিবর্তে এখন থেকে গ্রাহকরা আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিলে বেরিয়ে আসবে টাকা। আর কেনাকাটার পর কেবলমাত্র এই ছাপ দিয়ে ক্রয় হবে নিত্যপণ্য। গত মার্চ মাসের শেষের দিকে টোকিওর এওন ব্যাংক প্রাথমিকভাবে এই পদ্ধতিতে লেনদেন শুরু করে। এবার প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রেই এই নিয়ম লাঘু হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ব্যাংকের পাশাপাশি তিনশ’টি কনভিনিয়েন্ট দোকান, হোটেল, রেস্টুরেন্টে কেবলমাত্র আঙুলের ছাপ দিয়ে লেনদেন পদ্ধতিও শুরু হয়েছে। বর্তমানে টোকিওর শিজোকা, হাকানে, কামাকুরা, কানাগাওয়া, ইয়াকুরা প্রদেশে এই পদ্ধতি চালু রয়েছে। এওন ব্যাংকের তরফে জানানো হয়েছে, এই পদ্ধতি অনেক বেশি সুরক্ষিত। টাকা হারানোর কোনও ভয় নেই। এমনকি এটিএম কার্ড জালিয়াতির কোন সুযোগ থাকছে না। ফলে গ্রাহকরা সুবিধামত এটিএম মেশিন থেকে অর্থ তুলতে পারছে।
সূত্র: কলকাতা
Saturday, April 9, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment