প্রথম দুই ধাপের ইউপি ভোটের অভিজ্ঞতার আলোকে নির্বাচন ঘিরে সহিংসতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘স্থানীয় সরকারের এই নির্বাচন ঝামেলাপূর্ণ।’
বুধবার ইসির সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর তিনি এসব কথা বলেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পুলিশ মহাপরিদর্শক ছাড়াও বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি ও কোস্টগার্ডের মহাপরিচালক উপস্থিত ছিলেন। ইউপি ভোট নিয়ে আইন-শৃঙ্খলার শীর্ষ কর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে সিইসি বলেন, ‘ধাপে ধাপে ইউপি নির্বাচন হচ্ছে। দুই ধাপের ভোটের অভিজ্ঞতা নিয়ে তাদের সঙ্গে আবার বৈঠক হয়েছে। আরো কীভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে শান্তিপূর্ণ ভোট করা যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’


No comments:
Post a Comment