লিবিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত ভ্রমণ নিষেধাজ্ঞা (travel ban) এখনও বলবৎ আছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলো লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে মরিয়া হয়ে আছে। কিন্তু সরকার কোনোভাবেই সেখানকার পরিস্থিতিকে নিরাপদ মনে করছে না। তাই লিবিয়া ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আরোপিত নিষেধাজ্ঞাও শিগগিরই উঠিয়ে নেয়া হচ্ছে না।
লিবিয়া ১৭১টি কোম্পানিতে ৫২ হাজার শ্রমিক নিতে চায়। এরমধ্যেই ৫ হাজার বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে। যেগুলোর মেয়াদ প্রায় শেষের পথে। ফলে বায়রা আশঙ্কা করছে লিবিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ থাকলে সেখানকার শ্রমবাজার হাতছাড়া হয়ে যাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত ৪ এপ্রিল গণমাধ্যমকে বলেছিলেন, আমাদের মানুষের জীবন আমরা ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না। লিবিয়া পরিস্থিতির উপর সরকার নজর রাখছে। একই সাথে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার জন্যও বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।


No comments:
Post a Comment