চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদকে চান না রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়কের অসাধারণ এক হ্যাটট্রিকে নিজেদের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে রিয়াল। ম্যাচ শেষে সাংবাদিকরা রোনালদোকে প্রশ্ন করেছিল, শেষ চারে প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা, নাকি আতলেতিকোকে চান তিনি।
দুটি দলকে দুই দিক দিয়ে এগিয়ে রাখলেন রোনালদো। তিনি বলেন, ‘আতলেতিকো ভালো রক্ষণাত্মক দল। (তাদের বিপক্ষে) গোল করা কঠিন।’ আর বার্সেলোনা সম্পর্কে রিয়ালের সবচেয়ে বড় তারকা বলেন, ‘বর্তমানে বার্সা ইউরোপের সেরা দল। উভয় দলই খুব জটিল। আমি বেনফিকাকেই পছন্দ করব, পর্তুগালের একটি দল।’
সেমি-ফাইনালের ড্র হবে আগামী শনিবার।


No comments:
Post a Comment