Social Icons

Sunday, April 17, 2016

নিরাপদ পাসওয়ার্ড তৈরিতে ৫ ভুল

অনেকে তার বিভিন্ন অ্যাকাউন্টে মজার সব পাসওয়ার্ড দিয়ে থাকেন। অথচ এগুলো খুবই সিরিয়াস বিষয়। ভুলক্রমেও যদি এমন কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন যা বের করা হ্যাকারদের জন্যে সহজ, তবে বিপদটা আপনারই। এখানে পাসওয়ার্ড গঠনে বড় ধরনের কিছু ভুল তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। ১. খুব বেশি ছোট : এক যুগ আগেও ৫-৬ ডিজিটের পাসওয়ার্ড চলতো। কিন্তু কম্পিউটারের কার্যক্ষমতা বেড়েছে। বর্তমানে ৬ ডিজিটের পাসওয়ার্ড থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তাই নতুন পাসওয়ার্ড বানানোর সময় এটা কমপক্ষে ১০-১২ ডিজিটের করবেন। নয়তো বিপদ আপনারই হবে। তা ছাড়া ১৪-১৬ ডিজিটের পাসওয়ার্ডও মন্দ নয়। অধিকাংশ আইটি বিশেষজ্ঞরা ৩০ ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। ২. খুব সহজ : ১২ ডিজিটের পাসওয়ার্ডও অনর্থক হতে পারে যদি তা খুব সহজ হয়। কেবলমাত্র অঙ্ক বা অক্ষর ধারাবাহিকভাবে ব্যবহার করলে হ্যাকারদের পক্ষে তা বের করা কঠিন নয়। এ ছাড়া পরিচিত বড় বড় শব্দ ব্যবহার করলেও তা সহজ পাসওয়ার্ড হিসাবে গণ্য করা হয়। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হলে ছোট বা বড় হাতের অক্ষরের মিশেল ঘটাতে হবে। এ ছাড়া অক্ষরের সঙ্গে অঙ্ক জুড়তে হবে। কঠিন পাসওয়ার্ড বানাতে মনের মতো একটি কাঠামো বানিয়ে নিন। এর ব্যবহারে সহজেই তা মনে করতে পারবেন। পরিচিত কোনো বাক্যের সঙ্গে মিলিয়ে বা একটি গানের কলির সঙ্গে মিল রেখে পাসওয়ার্ড বানাতে পারেন। ৩. অনন্য নয় : কঠিন ও লম্বা পাসওয়ার্ডও যদি প্রতিটা অ্যাকাউন্টে ব্যবহার করেন, তাহলে বিপদ ঘটবে। তাই আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্যে একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করবেন। এগুলো মনে রাখা বেশ কঠিন হবে। কিন্তু এভাবেই  কাজ চালিয়ে নিতে হবে। ৪. পাসওয়ার্ড লিখে রাখা : অনেকে ভালো মানের একটি পাসওয়ার্ড তৈরি করে তা মনে রাখতে কোথাও না কোথাও লিখে রাখেন। একজন হ্যাকার লিখিত পাসওয়ার্ড হয়তো দেখবে না। কিন্তু দেখতে পারেন এমন কারো কাছেই অ্যাকাউন্টটি তার নিরাপত্তা হারাবে। তাই নোটবুকে পাসওয়ার্ড না লিখে পাসওয়ার্ড ম্যানেজারের অ্যাপ ব্যবহার করুন। এর মাধ্যমে সব ধরনের পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যাবে। এগুলো অ্যাপে লক করেও রাখা যাবে। ৫. পাসওয়ার্ড কখনোই না বদলানো : হয়তো শুনে থাকবেন, প্রতি ছয় মাস অন্তর পারওয়ার্ড বদলানো উচিত। তিন মাস বা প্রতিমাসে হলে আরো ভালো। তবে প্রতিদিনই পাসওয়ার্ড বদলানো উচিত নয়। তা ছাড়া বার বার পাসওয়ার্ড বদলানো হলে একই পাসওয়ার্ড বার বার বদলানোর অভ্যাস গড়ে ওঠে। যারা খুব বেশি পাসওয়ার্ড বদলান, তাদের ব্যবহৃত পাসওয়ার্ড ধারণ করে বের করে ফেলা ৪৬ শতাংশ সহজ হয়ে ওঠে। যখন পাসওয়ার্ডটিকে অনিরাপদ মনে করবেন, তখনই বদলে ফেলুন। বোনাস : সহজ সিকিউরিটি প্রশ্ন নিরাপত্তার আরেক অংশে একটি সিকিউরিটি প্রশ্ন এবং তার গোপন উত্তর দিতে হয়। সাধারণ ছোটকালে যেখানে বড় হয়েছেন তার নাম বা মায়ের মধ্য নাম ইত্যাদি উত্তর আকারে দিতে হয়। কিছু অনলাইন অ্যাকাউন্টে ভিন্ন ধরনের সিকিউরিটি প্রশ্ন দেওয়া থাকে। এগুলো ব্যবহার করলে হ্যাকারদের পক্ষে  কার্যসিদ্ধি আরেকটু কঠিন হয়ে পড়ে। সূত্র : ফক্স নিউজ

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates