Sunday, April 17, 2016
মসজিদে নববীর ইমাম শায়খ আইয়ুব আর নেই
সৌদি আরবের মসজিদে নববীর সম্মানিত ইমাম ও সুমধুর কন্ঠে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে বিশ্বব্যাপী সাড়া জাগানো ক্বারী শায়খ মুহাম্মদ আইয়ুব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হানাফি মাজহাবের অনুসারী শায়খ আইয়ুব শনিবার ফজরের সময় ইন্তেকাল করেন। বাদ জোহর মসজিদে নববীতে জানাজা শেষে তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। মৃত্যুকালে কার বয়স হয়েছিল ৬৪ বছর। শায়খ ক্বারী আইয়ুব ১৯৫৮ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কায় প্রাথমিক শিক্ষা শেষে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। শিক্ষা জীবন শেষে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা শুরু করেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment