Sunday, April 17, 2016
দক্ষিণ সুদানের হামলাকারীর গুলিতে ১৪০ ইথিওপিয়ান নিহত
দক্ষিণ সুদানের বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪০ ইথিওপিয়ান বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইথিওপিয়ার সরকার। ঘটনাটি ঘটে ইথিওপিয়ার গাম্বেলা অঞ্চলে। খবর আলজাজিরা। শনিবার দেশটির যোগাযোগ মন্ত্রী গেটাচিও রেদা অভিযোগ করে আল-জাজিরাকে বলেন, দক্ষিণ সুদানের মুর্লে উপজাতিরা এ হামলা চালিয়েছে। এ ছাড়া ইথিওপিয়ার সেনাবাহিনী হামলাকারীদের ৬০ জনকে হত্যা এবং অনেকেই দক্ষিণ সুদানে পালিয়ে গেছে বলে দাবি করেন তিনি। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, হামলাকারীরা বেশ কিছু শিশুদের অপহরণ করে নিয়ে গেছে দক্ষিণ সুদানে। ইথিওপিয়ার সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেভিট সিন আল-জাজিরাকে বলেন, দেশ দুটির সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে অনেক আগে থেকেই সংঘর্ষ চলে আসছে। এদিকে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে দক্ষিণ সুদানের কর্তৃপক্ষ কোনো ধরনের বিবৃতি বা মন্তব্য প্রকাশ করেনি।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment