Social Icons

Sunday, April 17, 2016

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৫৬ আসনে ভোট

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায় এবং দলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডলকে কয়েক দিন আগেই শোকজ নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নির্দেশেই অনুব্রত মন্ডলের ওপর কড়া নজরদারিও চালু করা হয়েছে। এমন এক আবহের মধ্যেই আজ রবিবার সকাল ৭টায় পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফায় ৫৬টি আসনে নির্বাচন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে দার্জিলিং(৬), জলপাইগুড়ি (৭), মালদহ (১২), উত্তর দিনাজপুর (৯), দক্ষিণ দিনাজপুর (৬), আলিপুরদুয়ার (৫), বীরভূম (১১)। প্রসঙ্গত, কয়েক দিন আগে নির্বাচনী প্রচারণায় গিয়ে আসানসোলের একটি সভা থেকে নির্বাচনী বিধি ভঙ্গ করে আসানসোলকে পৃথক জেলা ঘোষণা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই গত ১৪ এপ্রিল মমতাকে শোকজ করে দেশটির নির্বাচন কমিশন। কমিশনের শোকজের কথা কানে যেতেই ক্ষুব্ধ মমতা জানান, আগামী ১৯ মে ভোট গণনার দিনই রাজ্যের মানুষই শোকজ করবে। দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছে সকাল ৭টায়, চলবে বিকাল ৬টা পর্যন্ত। তবে মাওবাদী অধ্যুষিত ৭টি কেন্দ্রে বিকেল ৪টায় শেষ হবে ভোটগ্রহণ। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ১,২১,৭৪,৯৪৭ জন। ভোটগ্রহণ কেন্দ্র ১৩,৬৪৫টি। এ দফায় ৩৩ জন নারীসহ ৩৮৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এবারে প্রতিটি দলেরই বেশ কয়েকজন হেভিওয়েট ও সেলিব্রিটি প্রার্থী রয়েছেন। এর মধ্যে রয়েছেন শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী ভারতীয় ফুটবলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া, ওই কেন্দ্রেরই সিপিআইএম প্রার্থী সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য, সুজাপুর কেন্দ্রে তৃণমূলের আবু নাসের খান চৌধুরী, ওই কেন্দ্রেরই কংগ্রেসের প্রার্থী তাঁর ভাইপো ইশা খান চৌধুরী। ডাবগ্রাম-ফুলবাড়ি কেনেদ্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূলের গৌতম দেব, ইংলিশ বাজার কেন্দ্রে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তৃণমূলের কৃষেন্দু নারায়ণ চৌধুরী, ময়ুরেশ্বর কেন্দ্রে বিজেপির সেলিব্রিটি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রমুখ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates