যৌন নিপীড়নের অভিযোগে প্রথমবারের মতো বিচার শুরু হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীদের। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে যৌন নিপীড়নের দায়ে প্রথম দফায় তিন জনকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযুক্ত সেনা সদস্যরা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শান্তিমিশনে থাকা কঙ্গোর ওই তিন সৈনিককে সোমবার সামরিক বাহিনীর একটি কারাগার থেকে কয়েদীদের পোশাকে বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রথম বিচারের মুখোমুখি হওয়া সার্জেন্ট জ্যাকসন কিকোলার বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
সার্জেন্ট মেজর কিবেকা মুলাম্বা জুমাকেও একই ধরনের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। আর সার্জেন্ট মেজর এনসাসি এনডাজুর বিরুদ্ধে আনা হয়েছে নির্দেশ অমান্য করা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ।
ফরাসী বাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে এরকম শতাধিক অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।


No comments:
Post a Comment