কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রুলের শুনানি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসিতে)।
২০০৭ সালে নির্বাচন পরবর্তী সহিংসতায় খুন, উচ্ছেদসহ অন্যান্য অপরাধের কথা অস্বীকার করে আসছেন রুটো। সেসময় সহিংসতায় কেনিয়ায় প্রায় ১২ শত মানুষ নিহত হয়।
তার আইনজীবীরা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকার অযুহাতে মামলার কার্যক্রম বন্ধ করে দেয়ার আবেদন জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে বিচারকরা রুটোর বিরুদ্ধে আগের সাক্ষ্যগুলো বাতিল করেন। কারণ সাক্ষীরা পরবর্তীকালে তাদের বক্তব্য পরিবর্তন করেন।
বাদী পক্ষের আইনজীবীরা বলেছেন ঘুষ দিয়ে সাক্ষীদের পক্ষে নিয়ে নিয়েছেন রুটো। আইসিসির আইনজীবী ফাতো বেনসোডা বলেন, সাক্ষীদের হারানোর কারণে মামলাটি দুর্বল হয়ে গেছে। তবে মামলাটি এগিয়ে নেয়ার জন্য এখনও যথেষ্ট প্রমাণ আছে। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment