Social Icons

Sunday, April 10, 2016

খাজা মঈনুদ্দিন চিশতী’র দরগায় মোদির পক্ষে চাদর চড়ালেন নাকভি

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতী (র.)র দরগাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে চাদর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। আজ (রোববার) দুপুর পৌনে বারোটা নাগাদ নাখভি এবং তার অন্যান্য সাথীরা মখমলের চাদর এবং ফুল নিয়ে নিজাম গেটে পৌঁছান। মন্ত্রী এদিন ধানমান্ডি থেকে নিজাম গেট পর্যন্ত বিশেষ ঘেরাটোপের মধ্যে পায়ে হেঁটে আসেন। নিজাম গেটে মন্ত্রীকে স্বাগত জানান দরগাহ কমিটির প্রেসিডেন্ট আসরার আহমদ খান এবং আঞ্জুমানের পদাধিকারীরা।
কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বুলন্দ দরজা, মহফিল খানা, জান্নাতি দরজা হয়ে মাজার শরীফে পৌঁছান। এখানে মাজারের খাদিম আব্দুল বারি চিশতী নাকভিকে মাজার জিয়ারত করান এবং চাদর চড়ান।
এ বছর খাজা মঈনুদ্দিন চিশতী (র.)র ৮০৪ তম উরস পালিত হচ্ছে। আজ প্রধানমন্ত্রীর দেয়া বার্তা পড়ে শোনান মুখতার আব্বাস নাকভি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮০৪ তম উরস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে। এক বার্তায় তিনি বলেছেন, ভারতে সামাজিক সম্প্রীতিই ভারতের সমৃদ্ধির গ্যারান্টি।
প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘খাজা মঈনুদ্দিন চিশতী আমাদের দেশের মহান সুফি ঐতিহ্যের অনন্য উদাহরণ। গরীব নওয়াজ যেভাবে মানবতার সেবাকে ইবাদতের উত্তম রূপ হিসেবে মনে করেছিলেন, তা আজো আমাদের জন্য প্রেরণার উৎস। বার্ষিক ওরস বিশ্বে শান্তি এবং সমৃদ্ধির বার্তা বয়ে এনেছে। ওরসের সফল আয়োজনের জন্য রইল শুভকামনা।’ - সূত্র : পারস টুডে

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates