Sunday, April 10, 2016
‘আসাদকে সরানোর ধারণাকে রেড লাইন মনে করে ইরান’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোর ভাবনাকে রেড লাইন হিসেবে গণ্য করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার প্রবীণ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, ইরান মনে করে প্রেসিডেন্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বাশার আল-আসাদকে ক্ষমতায় থাকতে হবে এবং আসাদকে সরানোর ভাবনাকে তেহরান রেড লাইন হিসেবে গণ্য করে। তিনি বলেন, একমাত্র সিরিয়ার জনগণই তাদের দেশের ভবিষ্যত এবং তাদের প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ করবে। এ ছাড়া, সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন নীতি প্রসঙ্গে কথা বলেন বেলায়েতি। তিনি বলেন, মাধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকা উপুর্যপরি ব্যর্থতার মুখে পড়েছে। ইরাক ও আফগানিস্তানের জনগণ তাদের দেশ থেকে আমেরিকাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাগদাদ বা সিরিয়ার ওপর তেহরানের প্রভাব এখন সহ্য করতে পারছে না ওয়াশিংটনের কর্তৃপক্ষ। - সূত্র : পারস টুডে
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment