Social Icons

Sunday, April 10, 2016

ব্রাজিলে পর্যটনমন্ত্রীর পদত্যাগ

ব্রাজিলের পর্যটনমন্ত্রী হেনরিক এদুয়ার্দো আলভেস পদত্যাগ করেছেন। এর ফলে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ওপর চাপ বাড়ল বলে ধারণা করা  হচ্ছে।
দেশটির পার্লামেন্টের বিরোধী দলের আইনপ্রণেতারা রৌসেফকে সরাতে চান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশে ক্রমবর্ধমান ঘাটতির মুখে অর্থের হিসাব আড়াল করেছেন।
পর্যটনমন্ত্রীই প্রথম, যিনি ক্ষমতাসীন ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির (পিএমডিবি) সরকার থেকে পদত্যাগ করলেন। এ ছাড়া ক্ষমতাসীন জোট অটুট থাকবে কি না, তা নিয়ে পিএমডিবির নেতাকর্মীরা আজ মঙ্গলবার ভোট দেবেন বলে জানিয়েছে বিবিসি।
ব্রাজিলের সাবেক সামরিক সরকারের রাজবন্দি রৌসেফ ১৪ মাস আগে প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন। সরকারের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁর জনপ্রিয়তা কমে গেছে।
দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহা বলেন, আগামী ডিসেম্বর রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছেন তাঁরা।
গত সপ্তাহে রৌসেফ অস্বীকার করে বলেন, তিনি কোনো ভুল কাজ করেননি।
পিএমডিবির বেশির ভাগ এমপি এরই মধ্যে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সিনেটর ভালদির রুপ রয়টার্সকে বলেন, ‘মঙ্গলবার আমরা এ সরকার থেকে সরে দাঁড়াব।’ পিএমডিবির নেতৃত্বে রয়েছেন মিশেল তেমের, যিনি দিলমা রৌসেফের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে রয়েছে।
অভিশংসন এড়াতে নিম্নকক্ষের ৫১৩ সদস্যের মধ্যে এক-তৃতীয়াংশ সমর্থন দরকার রৌসেফের। ক্ষমতাসীন দল ২০০৩ সাল থেকে সরকারে রয়েছে, যে সময় লুই ইনাসিও দা সিলভা ক্ষমতায় আসেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates