Social Icons

Sunday, April 10, 2016

তনুর বাবা-মার সঙ্গে কথা বললেন সিআইডির প্রতিনিধিদল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার তদন্ত করতে সিআইডির ডিআইজি (ক্রাইম-ইস্ট) মো. মাহবুব মহসিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখন কুমিল্লায় অবস্থান করছেন।
 
রবিবার দুপুর ১২টার দিকে সিআইডির এ দলটি কুমিল্লা সেনানিবাসে প্রবেশ করে। এ সময় তারা যেখানে তনুর মরদেহ পড়ে ছিল সেই স্থান পরিদর্শন করেন। পরে দুপুর আড়াইটার দিকে সেনানিবাসের ভেতর তনুর বাসায় গিয়ে তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান। ডিআইজিসহ সিআইডির অন্যান্য কর্মকর্তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থানের পর বিকাল ৩টার দিকে সেনানিবাস থেকে বেড়িয়ে আসেন।
 
বিকাল ৩টায় তনুর বাবা ইয়ার হোসেন জানান, সিআইডির কর্মকর্তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। আমি ও আমার পরিবার সিআইডি কর্মকর্তাদের নিকট এ মামলার রহস্য বের করা ও ঘাতকদের গ্রেফতারের দাবি জানিয়েছি। এ সময় ডিআইজি ছাড়াও ওই প্রতিনিধি দলে সিআইডি ঢাকার সিনিয়র পুলিশ সুপার ও মামলার তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহ্হার আকন্দ, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, মামলার তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহিমসহ সিআইডি ঢাকা ও কুমিল্লার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
এ দিকে সন্ধ্যার আগে উচ্চ পর্যায়ের এ দলটি সিআইডি কুমিল্লা কার্যালয়ে মামলার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, আশা করি সহসাই ভাল খবর জানাতে পারব।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates