আঙ্গুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রশ্নে জারিকৃত রুলের উপর চূড়ান্ত শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ রুলের উপর শুনানি শেষে আজ রবিবার রায়ের জন্য এই দিন ধার্য করে দেন।
বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ১৪ মার্চ রুল জারি করে হাইকোর্ট। ১ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ ছয়টি মোবাইল অপারেটর কোম্পানিকে রুলের জবাব দিতে বলা হয়।


No comments:
Post a Comment