Social Icons

Sunday, April 10, 2016

শিশু গুলি করার মামলায় এমপি লিটনের জামিন

এক শিশুকে গুলি করার মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।রবিবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় সংসদ সদস্য   লিটন আদালতে উপস্থিত ছিলেন।
 
অপরদিকে শিশুকে গুলি করার মামলার অভিযোগপত্র রোববার আদালতে দাখিল করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, আজ দুপুরে এমপি’র মনজুরুলের স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এরআগে গত ৭ মার্চ একই আদালতে জামিনের আবেদন জানানো হয়।
 
আদালত রবিবার পর্যন্ত এমপির অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। গাইবান্ধা কোর্ট পরিদর্শক এনামুল হক বলেন, রবিবার সকালে শিশুকে গুলি করার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি উচ্চ আদালতে (গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালত) বদলি করে। মামলার পরবর্তী ধার্য তারিখ ১৫ মে নির্ধারণ করা হয়েছে।
 
উল্লেখ্য গত বছরের ২ অক্টোবর এমপি মনজুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়। পরদিন ৩ অক্টোবর রাতে এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া।
 
এরপর ওই বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওইদিন দুপুর ১২ টায় তাকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪দিন কারাভোগের পর গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates