টানা চার ম্যাচ জয়হীন থেকে দেয়ালে পিঠ ঠেকে গেছে বার্সেলোনার। চার ম্যাচে আগেই যারা নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল, তাদের সঙ্গেও এখন শীর্ষস্থান ভাগাভাগি করতে হচ্ছে।
তবে ভালেন্সিয়ার কাছে হারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না লুইস এনরিকে। বাকি পাঁচ ম্যাচ জিতে লা লিগার শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ।
রবিবার নিজেদের মাঠে ভালেন্সিয়ার কাছে বার্সেলোনা ২-১ গোলে হেরে যাওয়ায় লা লিগার শিরোপা লড়াই উন্মুক্ত হয়ে পড়ে। ১৩ বছর পর লিগে টানা তিন ম্যাচ হারা বার্সেলোনা ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর এক সময় বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখন মাত্র ১ পয়েন্ট পেছনে।
সাম্প্রতিক এই ছন্দপতনের পরও শিরোপা জয় নিয়ে আত্মবিশ্বাসী এনরিকে। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের পাঁচটি জয় লাগবে। আর এটা করার সামর্থ্য যদি কোনো দলের থাকে, তাহলে সেটা বার্সেলোনারই আছে। আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু বাকি পাঁচ ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব।’
No comments:
Post a Comment