ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে তারা এমন একটি টানেল খুঁজে পেয়েছে যা গাজা উপত্যকা থেকে শুরু হয়ে কয়েকশ মিটার পর্যন্ত ইসরাইলের ভেতরে ঢুকে গেছে। টানেলটি অকার্যকর করে দেয়ার কথাও বলেছে তারা।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, তাদের দেশের ভেতরে ঢুকে হামলা পরিচালনার জন্য টানেলটি তৈরি করেছে ফিলিস্তিনের গ্রুপ হামাস। তবে এটিকে একটি পুরনো টানেল বলে জানিয়েছে হামাস। ২০১৪ সালে ফিলিস্তিনে ইসরাইলি হামলার সময় এধরনের টানেল ব্যবহার করে ৪ বার ইসরাইলের ভেতরে ঢুকে ১২ সেনাকে হত্যা করেছিল হামাস যোদ্ধারা। সেসময় ৩০টি টানেল ধ্বংস করেছিল ইসরাইলের সামরিক বাহিনী।
তখন তারা জানিয়েছিল হামাস যাতে এ ধরনের টানেল নেটওয়ার্ক গড়ে তুলতে না পারে সেজন্য প্রযুক্তি বের করছে ইসরাইল। সোমবার টানেলটি আবিষ্কারের পর বলা হয় ইসরাইলের স্থলবাহিনী, গোয়েন্দা, প্রযুক্তিবিদদের সমন্বয়ে টানেলটি খুঁজে বের করা হয়েছে। এটিকে কিভাবে অকার্যকর করা হয়েছে তা অবশ্য বলা হয়নি। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment