যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কে একটি বিমানের ধাক্কায় একটি গাড়ির এক যাত্রী নিহত হয়েছে। ওই ঘটনায় বিমানের পাইলট এবং যাত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। কয়েক বছর আগে ওই বিমানটি একই রাস্তায় নিরাপদেই অবতরণ করেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় আছড়ে পড়ার আগে বিমাটিতে কারিগরি ত্রুটি ছিল বলে মনে হচ্ছিল। ২০০০ সালে ল্যান্সএয়ার ৪ মডেলের একই বিমানটির আগের মালিক ওই রাস্তায় নিরাপদে অবতরণ করেছিলেন। কিন্তু এবার এটি রাস্তায় আছড়ে পড়ে এবং পিছলে পার্শ্ববর্তী একটি গাড়িতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন গাড়ির পেছনের আসনে বসা ৩৮ বছর বয়সী আনটোনেট ইসবেল। তিনি সান ডিয়েগোর বাসিন্দা। বিমানটির পাইলট ৬২ বছর বয়স্ক ডেনিস হজ এবং তার পাঁচ যাত্রীও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, গত ১০ বছরে অন্তত তিনবার বিভিন্ন বিমান ওই রাস্তায় জরুরি অবতরণে বাধ্য হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা।
Monday, April 4, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment