Social Icons

Saturday, April 16, 2016

সাহসী চীনা শিশুর কাণ্ডে হতবাক বিশ্ব!

শিশুটির বয়স তিন অথবা চার। কিন্তু তীব্রভাবে সে তার থেকেও লম্বা লাঠি হাতে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে! গত কয়েকদিন ধরে এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে চীনসহ সারা বিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া এই ভিডিওটির শিশুর প্রশংসায় ভাসছে চীন।
 
এই সংশ্লিষ্ট এক প্রতিবেদনে ম্যাশেবল জানায়, একটি লম্বা লোহার পাইপ নিয়ে চেংহুয়াংদের দিকে তেড়ে যাচ্ছে কয়েক বছরের এক শিশু। চেংগুয়াং হলো শহরের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চীনের রাস্তায় বা ফুটপাতে যারা অবৈধভাবে ব্যবসা করে তাদের উচ্ছেদ করাই এদের দায়িত্ব। এই শিশুটির বৃদ্ধ দাদীও রাস্তায় পসরা সাজিয়ে বসেছিলেন। চেংগুয়াংরা যখন তাকে তুলে দিতে আসে তখনই লাঠি হাতে তেড়ে যায় শিশুটি। সে চিৎকার করে বলে, 'খবরদার! আমার দাদীর গায়ে হাত দিবে না। সরে যাও এখান থেকে!'
 
এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল শত শত মানুষ। শিশুর এমন সাহসিকতায় মুগ্ধ তারা সবাই। এই মুহূর্তটিকে ধরে রাখতে তখন মোবাইলে ভিডিও করতে ব্যস্ত স্বয়ং চেংগুয়াংরাও। এরপর যখন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো তখন তো চীনজুড়ে তোলপাড়। সাহসিকতার জন্য প্রশংসায় ভেসে গেল এক ছেলে শিশু। তবে পরে এ বিষয়ে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে ম্যাশেবলের প্রতিবেদনে আর কিছু বলা হয়নি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates