ইউরোপগামী শরণার্থীদের প্রতি সমর্থন জানাতে গ্রিসের লেসবস দ্বীপের একটি বন্দীশিবির পরিদর্শন করেছেন পোপ ফ্রান্সিস। দ্বীপের মরিয়া ক্যাম্পে তিন হাজারেরও বেশি শরণার্থী রয়েছেন। এদের মধ্যে অনেককেই তুরস্কে ফেরত পাঠানো হতে পারে।
সফরে গিয়ে পোপ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে তিনি গ্রিস সফরে গিয়েছেন। ইউরোপগামী অভিবাসীদের স্রোত ঠেকাতে গত মাসে ইউরোপীয় ইউনিয়ন-তুরস্ক চুক্তির পর হাজার হাজার শরণার্থী গ্রিসের লেসবস দ্বীপে আটকা পড়েছেন।
লেসবস থেকে ফেরার সময় ১২ জন সিরিয়ান মুসসমান শরণার্থীকে নিজের বিমানে নিয়ে ইটালি ফিরেন পোপ। সিরিয়ায় বিমান হামলায় এই শরণার্থীদের বাড়ি বিধ্বস্ত হয়েছে।
ভ্যাটিকান থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ মানবিক ও ধর্মীয় কারণে গ্রিস সফরে গিয়েছেন পোপ। শরণার্থীদের তুরস্কে ফেরত পাঠানোর সমালোচনার সঙ্গে তার সফরকে মিলিয়ে দেখা ঠিক হবে না বলেও জানায় ভ্যাটিকান।
তবে ইইউ-তুরস্ক চুক্তিতে অভিবাসীদের পণ্য হিসেবে গণ্য করা হয়েছে ও চুক্তিটি মানবিক মর্যাদার পরিপন্থী বলে সমালোচনা করেছিল ভ্যাটিকান। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment