Tuesday, April 5, 2016
আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা ছাড়েন তিনি। এবারই প্রথম আইপিএল খেলবেন মুস্তাফিজ। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন কাটার মাস্টার খ্যাত এ বোলার। রোমাঞ্চিত মুস্তাফিজ সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। সাকিব ভাই এবং আমি এক দলে থাকলে ভালো হতো। এক সঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম। তিনি বলেন, সাকিব ভাই এবং আমার জন্য দোয়া করবেন। যেন ভালো করতে পারি। প্রসঙ্গত, ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সাকিব আল হাসান গত কয়েক আসর থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএল। ১২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ওই দিনই আইপিএলে অভিষেক হতে পারে মুস্তাফিজের।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment