আগের আইপিএলগুলোর মতো এবারো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে নাচের ঝলক। মুম্বাইয়ের ওয়ার্লির সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে আগামী ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার এবং ১৫ হাজার টাকা। https://in.bookmyshow.com/ এই ঠিকানায় টিকিট পাওয়া যাবে।


No comments:
Post a Comment