Thursday, April 21, 2016
বার ডিস্কোতে শর্ট স্কার্ট নিষিদ্ধ
ভারতের চন্ডিগড় সরকার বার ডিস্কোতে শর্ট স্কার্ট নিষিদ্ধ করেছে। গত ১ এপ্রিল থেকে এই আইন কার্যকর করা হয়েছে। বিনোদনের জায়গাগুলোকে নিয়ন্ত্রণে রাখতেই না কি প্রশাসনের এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, ২ ঘণ্টা করে কমানো হয়েছে বার খুলে রাখার সময়ও। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বার খোলা রাখতে পারবেন বার কর্তৃপক্ষ। অবশ্য পোশাক বিতর্কে জড়িয়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে চন্ডিগড় সরকার। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বার ব্যবসায়ীরাও। এমন আইন তাদের ব্যবসার ক্ষতি করবে বলে উদ্বিগ্ন তারা। এই সিদ্ধান্ত অনুসারে, বারের মধ্যে কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটলে, বা বারের মধ্যে স্বল্প পোশাক পরে মহিলারা গেলে কিংবা এমন কোনো বিজ্ঞাপন সেখানে থাকলে সেই বারের লাইসেন্স বাতিলও করা হতে পারে। সরকারের মতে, অধিকাংশ বারই অসামাজিক কাজকর্মের ঘাঁটি। তাই তা নিয়ন্ত্রণ করা দরকার। সেই নিয়ন্ত্রণের একটি চাবিকাঠি মহিলাদের শর্ট স্কার্ট নিষিদ্ধ করা।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment