এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে তার দল। ইতিমধ্যে হায়দরাবাদের এক দোভাষী যুবককে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, ভাষার সমস্যা সমাধানে ইতিমধ্যে তার দল একজন বাঙালি মুসলমান যুবককে নিয়োগ দিয়েছে বলে মোবাইল ফোনে মুস্তাফিজ আমাকে জানিয়েছে।
বাংলা ছাড়া কোনও ভাষাই মুস্তাফিজ ভাল মতো বলতে পারেন না। কিন্তু তার দলে তেমন কেউ নেই যে বাংলায় তাকে সব বোঝাবে। এমন অবস্থায় মুস্তাফিজের সঙ্গে কমিউনিকেশন সমস্যা হচ্ছে দলের। সমস্যা পড়ছেন মুস্তাফিজও। নিজের কথা বোঝাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
এই সমস্যার সমাধান করতে দোভাষীর আশ্রয় নিতে হলো সানরাইজার্স হায়দরাবাদকে। যদিও দোভাষীর আশ্রয় নেওয়ার আগেই হিন্দি ও ইংরেজি শিখতে শুরু করেছিলেন মুস্তাফিজ। কিন্তু এখনও অতটা ভাষার উপর দখল আসেনি। সূত্র: ক্রিকফ্রেনজি
No comments:
Post a Comment