দেশের প্রবৃদ্ধি বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সাধারণ ও উচ্চ বৃত্তের আয় বৈষম্য। কিন্তু বিষয়টা নিয়ে চিন্তিত নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে আয় বৈষম্য বাড়লেও তাতে বড় কোনো বিপদ ‘ঘটবে না’। রবিবার অর্থ-বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেছেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কারণে চরম দারিদ্রের হার কমে আসছে; দারিদ্র্যের কারণে কোনো সামাজিক সঙ্কটের কোনো আশঙ্কা তিনি দেখছেন না। তিনি বলেন, আয় বৈষম্য অবশ্যই মারাত্মক। তবে সরকার তা কমাতে সচেষ্ট।
তিনি বলেন, 'আয় বৈষম্য বাড়ছে। নো ডাউট। কিন্তু ইউ শুড লুক অ্যাট দ্য আদার পয়েন্ট। আমাদের যে ইনকাম গ্রোথ হচ্ছে, তার একটা যথেষ্ট অংশ নিচের দিকেও যাচ্ছে। যার কারণে ইউ সি এক্সট্রিম পোভার্টি উইল বি ডেফিনেটলি বিলো টু ডিজিটস বাই এন্ড অব দিস ইয়ার। এখন সেটা অ্যারাউন্ড ১১ হবে।'
বেশ কয়েক বছর ধরে টানা ছয় শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করায় কেবল দরিদ্র নয়, অতিদরিদ্রের সংখ্যাও কমে আসছে দাবি করে মুহিত বলেন, সেই 'বাহাদুরিটা' সরকার নিতে চায়। তিনি বলেন, 'আমি যেটা মনে করি, আয় বৈষম্য কিছু বাড়বে। কিন্তু এটা এমন পর্যায়ে যাচ্ছে না, যেখানে ডিভাইড, সোশ্যাল প্রোবলেম, বিদ্রোহ-টিদ্রোহ... এই রকম পর্যায়ে যাতে না যেতে পারে, সেই জন্য আমরা যথেষ্ট সচেষ্ট আছি।'
No comments:
Post a Comment