Social Icons

Sunday, April 3, 2016

নববর্ষে বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ

বাংলা নববর্ষের অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠানের স্থলগুলো জনশূন্য করে ফেলবে। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এবার পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। দেশের যেখানেই উন্মুক্ত স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে, আয়োজকদের তা বিকাল পাঁচটার মধ্যে শেষ করতে হবে।
 
তিনি জানান, এবার মঙ্গল শোভাযাত্রা  ও আনন্দ মিছিলে চেহারা লুকানো মুখোশ পরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
নারী লাঞ্ছনার মতো কোনো ঘটনার আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, সেখানেই পুলিশ অপরাধীদের ধরতে পারবে।
 
গত বছরের পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়েঠে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিসিটিভির ফুটেজ অস্পষ্ট, হওয়ায় পরিষ্কার বোঝা যায় না। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করে একজনকে চিহ্নিত করতে পেরেছে। এখন তাকে বিচারের আওতায় আনা হয়েছে।
 
বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates