Tuesday, April 12, 2016
আইপিএলের অভিষেকেই মুস্তাফিজের চমক
আইপিএলে'র অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আসরের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে মাঠে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের ২টি উইকেট নিয়ে 'কাটার মাস্টার' খ্যাতবটি আবারও প্রমাণ করেন তিনি। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাট করতে নেমে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা হায়দ্রাবাদের বোলারদের যেখানে বেধড়ক পিটিয়ে রানের পাহাড় গড়েন, সেখানে মুস্তাফিজকে খেলতে বেশ বেগ পেতে হয় তাদের। নির্ধারিত ৪ ওভারে মুস্তাফিজ দ্বিতীয় সর্বনিম্ন রান (২৬) দিয়ে ২টি উইকেট তুলে নেন। এ বি ডিভিলিয়ার্সকে আউট করে আইপিএলে প্রথম উইকেট পান তিনি। পরের বলেই তিনি তুলে নেন শেন ওয়াটসনকে। সমান সংখ্যক উইকেট নিতে তার সহযোগী বোলার ভুবনেশ্বর কুমার খরচ করেন ৫৫ রান। তবে শেষ পর্যন্ত বিরাট কোহলির ৭৫ এবং এবি ডিভিলিয়ার্সের ৮২ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২২৭ রানের বড় স্কোর গড়ে ব্যাঙ্গালোর।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment