ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির কংগ্রেশনাল কমিটি। উদ্দেশ্যমূলকভাবে সরকারি হিসাব ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিশংসনের দাবি উঠেছে।
দেশটির কংগ্রেশনাল কমিটির সমর্থনের পর এ দাবি আরো জোরালো হলো। কংগ্রেশনাল কমিটির ৬৫ সদস্যের মধ্যে দিলমা রুসেফের অভিশংসনের দাবির পক্ষে ভোট দিয়েছেন ৩৮ জন। এর বিপক্ষে ভোট পড়েছে ২৭। এখন সবার চোখ থাকবে ১৭ ও ১৮ এপ্রিল ব্রাজিলে অনুষ্ঠেয় নিম্নকক্ষের ভোটের দিকে।
বিবিসি জানিয়েছে, দেশের ক্রমবর্ধমান ঘাটতি লুকিয়ে রাখতে সরকারি হিসাব উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করেছেন বলে দিলমা রুসেফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে রুসেফ সরকারের অভিযোগ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ব্রাজিল। অভিশংসনের দাবির পক্ষে ও বিপক্ষে মানুষের বিক্ষোভ দমন করতে রাজধানী ব্রাসিলিয়ায় প্রস্তুত রয়েছে পুলিশ। এর আগে কংগ্রেশনাল কমিটির ভোটের সময় ভবনের বাইরে প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে বিপক্ষে জনসমাবেশ দেখা গেছে।
কংগ্রেশনাল কমিটির ভোট মূলত প্রতীকী। তবে এই ভোটই ব্রাজিলের কংগ্রেসের নিম্নকক্ষে কোনো বিষয়ের পক্ষে-বিপক্ষে সমর্থনের অনুপাত বোঝায়। কংগ্রেসের নিম্নকক্ষে ভোটার সংখ্যা ৫১৩। কোনো বিষয় সিনেটের কাছে পাঠাতে নিম্নকক্ষের ৩৪২ ভোট প্রয়োজন হয়। বিষয়টি রুখতে প্রয়োজন ১৭২ ভোট।
আর কোনো বিষয় সিনেটের কাছে পাঠানো হলে তা ১৮০ দিনের জন্য বন্ধ রাখা হয়। রুসেফের অভিশংসনের পক্ষে নিম্নকক্ষের ভোট পড়লে তাঁকে ওই নির্দিষ্ট সময়ের জন্য বরখাস্ত করা হবে। আর ওই সময়ে নির্দিষ্ট বিষয়টি নিয়ে সিনেটে বিতর্ক চলবে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘এস্তাদো’ জানিয়েছে, তাদের সর্বশেষ মতামতে নিম্নকক্ষের ২৯২ ভোট রুসেফের অভিশংসনের পক্ষে পড়তে পারে, এর বিপক্ষে আছেন ১১৫ জন। তবে এখনো ১০৬ সদস্য মত ঠিক করেননি। বিবিসি।
Tuesday, April 12, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment