কানাডা সরকার সিরিয়া থেকে অতিরিক্ত ১০ হাজার শরণার্থী নেবে বলে ঘোষণা দিয়েছে। এর আগে কানাডা ২৫ হাজার সিরিয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কানাডার অভিবাসন মন্ত্রী জন ম্যাকুলাম বৃহস্পতিবার জার্মানিতে এসব কথা বলেন। খবর এএফপির।
ম্যাকুলাম বলেন কানাডার অনেকেই সিরিয় শরণার্থীদের জন্য স্পন্সর করতে চান। তবে শরণার্থীদের আবেদন এখনো প্রক্রিয়া করণ শুরু হয়নি। তবে এসব প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে।
শরণার্থীদের জন্য ভালো জায়গা দেয়া হবে কানাডায়। এ নিয়ে কারো চিন্তা করতে হবে না। ম্যাককুলাম এসব বলেন।
Saturday, April 2, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment