সন্ত্রাসী হামলার পর ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর আংশিকভাবে খুলেছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
গত ২২ মার্চ সন্ত্রাসী হামলার পর জাভেনতেম বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পর পর দুটি আত্মঘাতী বোমা হামলা হয় সে সময়। একটি বিমানবন্দরে অন্যটি মেট্রোস্টেশনে। ৩২ জন নিহত হয়েছিল সে ঘটনায়।
বিমানবন্দরের ২০শতাংশ কাজ হচ্ছে মালামাল আনা নেয়ার শাখায়।
আইএস এসব হামলার দায় দায়িত্ব নিয়েছে। বিমানবন্দর আংশিকভাবে খোলা হয়েছে। তবে কোনো যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়নি।
Saturday, April 2, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment