Wednesday, April 6, 2016
পেরুতে ফুজিমরির বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ
পেরুর নির্বাচনে কিকো ফুজিমরির প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার প্রতিবাদে মঙ্গলবার প্রায় ৫০ হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করে। দেশে সামরিক অভ্যুত্থানের ২৪ বছর পর সেখানে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুজিমরির বাবা ওই সামরিক অভ্যুত্থান ঘটান। রোববারের নির্বাচনের প্রাক্কালে পেরুর কেন্দ্রস্থল প্লাজা সান মার্টিনে এসব লোক জড়ো হয় এবং তারা বিভিন্ন ব্যানার হাতে করে চিৎকার করে বলতে থাকে ‘ফুজিমরিকে আর কখনো চাই না।’ তারা জাতীয় নির্বাচন বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শনের আগে পেরুর একটি বিশাল পতাকা বহন করে। বিক্ষোভকারীদের বেশীর ভাগই তরুণ ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্যাট্রিসিয়া সালাজার (৫৭) বলেন, ‘আমি বিশ্ববাসীকে জানাতে চাই, এক দুর্নীতিবাজ নেতার কন্যা পেরুর প্রেসিডেন্ট হবে এমন সম্ভাবনায় দেশের জনগণ বিক্ষোভে ফেটে পড়ছে।’ রক্ষণশীল নেতা ফুজিমরির বিরুদ্ধে প্রাদেশিক বিভিন্ন নগরীতেও শত শত লোক বিক্ষোভ করে। তার বাবা আলবার্তো ফুজিমরি হচ্ছেন পেরুর প্রথম প্রেসিডেন্ট যিনি দূর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অপরাধী। উল্লেখ্য, তিনি ১৯৯০ সালে থেকে ২০০০ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০০৯ সালে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি ২৫ বছর মেয়াদি সাজা ভোগ করছেন। এদিকে রোববারের নির্বাচনের প্রায় অর্ধেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment