Social Icons

Wednesday, April 6, 2016

সিরিয়ার কুর্দি এলাকায় বিদ্রোহীদের গোলা বর্ষণে ১৮ জন নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরীতে বিদ্রোহীদের গোলা বর্ষণে এক গর্ভবতী নারী ও তিন শিশুসহ ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার একথা জানায়। সংস্থা জানায়, মঙ্গলবারের এ হামলায় আরো ৩০ শিশুসহ ৭০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। সংস্থা এ গোলা বর্ষণকে যুদ্ধবিরতি চুক্তির লংঘন অভিহিত করে বলেছে, ‘মঙ্গলবার এক বড় ধরনের গোলা বর্ষণ হামলায় এক গর্ভবতী ও বৃদ্ধ নারী এবং তিন শিশুসহ ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।’ কুর্দি প্রধান শেখ মাকসুদ এলাকায় এ হামলা চালানো হয়। এখানে সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত কয়েকটি এলাকায় ৫০ হাজার বাসিন্দা ক্রসফায়ারে আটকা পড়ে আছে। অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লংঘন।’ উল্লেখ্য, সিরিয়ায় ২৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি বলবৎ রয়েছে। সংস্থা জানায়, সিরিয়ায় আল কায়দার মিত্র আহরার আল-শামসহ বিদ্রোহীরা শেখ মাকসুদ এলাকায় বুধবারও গোলা বর্ষণ অব্যাহত রেখেছে। আবদেল রহমান বলেন, বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর হামলা চালাতে সুবিধা পাওয়ার জন্য এ এলাকাটি দখলে নিতে চায়। ২০১২ সালে সরকারি সেনাবাহিনী বিদ্রোহীদের মোকাবেলা করার পর থেকে আলেপ্পো একটি বিভক্ত নগরীতে পরিণত হয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates