Wednesday, April 6, 2016
মিশরের সিনাইয়ে সৈন্য স্থানান্তরের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মিশরের সিনাই উপদ্বীপের উত্তর-পূর্বাঞ্চলীয় অংশের ঘাঁটি থেকে সৈন্য স্থানান্তরের কথা বিবেচনা করছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র হামলার অব্যাহত হুমকির কারণে এ ভাবনা চলছে বলে সিএনএন’র খবরে মঙ্গলবার বলা হয়েছে। সূত্র আরো জানায়, ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সৈন্যদের কিছু সংখ্যককে সিনাইয়ের দক্ষিণাঞ্চলে সরিয়ে নেয়ার নির্দেশ দিতে পারে এবং বিষয়টি নিয়ে দেশটি মিশর ও ইসরাইলের সঙ্গে আলোচনা করছে। ১৯৭৯ সালে মধ্যপ্রাচ্যের এ দুটি দেশ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তি অনুযায়ী উভয় দেশ একমত হয় যে মাল্টিন্যাশনাল ফোর্স এন্ড অবজারভার (এমএফও) মিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সিএনএন জানায়, মিশনের অংশ হিসেবে প্রায় ৭শ’ মার্কিন সৈন্য সেখানে মোতায়েন রয়েছে। বেশিরভাগ শান্তিরক্ষী গাজা উপত্যাকার কাছে আল-গোরাহ ক্যাম্পে মোতায়েন রয়েছে। পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস অবশ্য সিএনএন’র খবরের সত্যতা নিশ্চিত বা নাকচ কোনটাই করেননি।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment