Monday, April 18, 2016
তনু হত্যা বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ বিষয়ে সাংবাদিকদের জানান, আদালত বলেছেন তনু হত্যার বিষয়ে দায়ের করা মামলার তদন্ত চলমান। তাই রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হলো। হাইকোর্টের অন্য বেঞ্চে এই রিট আবেদনটি পুনরায় উপস্থাপন করা হবে বলে তিনি জানান। গত ৪ এপ্রিল তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি হত্যাকারীদের গ্রেফতারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল জারির আর্জি জানানোর পাশাপাশি ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে টিউশনি শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই আলিপুরের একটি ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পাশেই ছিল তার জুতা, ছেঁড়া চুল ও ছেঁড়া ওড়না। তনু বাবা-মায়ের সাথে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরে আলিপুর এলাকায় থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণীর কর্মচারি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment