Thursday, April 14, 2016
সোশ্যাল মিডিয়ায় তরুণীকে ধর্ষণের লাইভ স্ট্রিমিং!
মানুষের মনের বিকৃত লালসা কোথায় গিয়ে পৌঁছেছে, তার কিছুটা বোঝা যায় এধরনের খবর পড়লে। যৌন হেনস্থা, শ্লীলতাহানি, ধর্ষণ এসব যেন এখন ‘ডানভাত’ হয়ে গেছে! বিকৃত যৌন চাহিদা চরিতার্থ করতে একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের সাহায্যে এবার নাবালিকাকে ধর্ষণের লাইভ স্ট্রিমিং করল ১৮ বছরের এক তরুণী। অভিযুক্ত ওই তরুণীর নাম ম্যারিনা অ্যালেক্সইভনা লোনিনা। বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে। অভিযোগ, ওই তরুণী তার বয়ফ্রেন্ড রেমন্ড বয়েড গেটসের সঙ্গে বসে মদ্যপান করছিল। সেইসময়ই ধর্ষণের ঘটনাটি ঘটে। আর পেরিস্কোপের মাধ্যমে তার লাইভ স্ট্রিমিং করে ম্যারিনা। সেইসঙ্গে নির্যাতিতার বেশকিছু নগ্ন ছবিও তোলে ওই তরুণী। - সূত্র : জিনিউজ
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment