তাড়াহুড়ো করতে গিয়ে ঘটল বিপত্তি। আকাশপথের বিমান নেমে এলো পানিতে! রবিবার বিকেলে ইসরায়েলের তেল-আবিব উপকূলের কাছে এই ঘটনা ঘটে। তবে বেঁচে আছেন দুই বৈমানিক।
রয়টার্সে প্রকাশিত ছবিতে বিমানটি সাগরে ডুবে গেলেও পেছনের অংশ ভেসে থাকতে দেখা যায়।
তেল-আবিরের এসডিই বিমানবন্দর থেকে উড়ার পরপরই বিমানের দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে পড়ে। এ সময় পাইলট বিমানটি ঘুড়িয়ে একই বিমানবন্দরে অবতরণ করাতে চান। পরে নিয়ন্ত্রণ হারালে বিমানটি বিমানবন্দরের কূল ঘেঁষে থাকা সাগরে গিয়ে পড়ে।


No comments:
Post a Comment