ভারতে কেন্দ্রীয় সরকারের সকল কর্মচারীকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। পার্সোনাল এবং ট্রেনিং অধিদপ্তর (ডিওপিটি) এ সংক্রান্ত আদেশের চিঠি মন্ত্রীদের সচিবদের কাছে প্রেরণ করেছে।
চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের সম্পদের সকল হিসাব বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে সম্পদ বিবরণের পাশাপাশি তাদের যদি কোনো ঋণ কিংবা অন্য কোনো দায় থেকে থাকে তা-ও দাখিল করতে হবে। সেই সঙ্গে তাদের স্বামী কিংবা স্ত্রী, নির্ভরশীল সন্তানদের তথ্যও সন্নিবেশ করতে হবে।
লোকপাল আইনের ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের এ আদেশ মানতে চিঠি দেয়া হয়েছে।
ওই আইন অনুযায়ী একজন কর্মচারীকে যদি কোনো বিদেশি ব্যাংকে অর্থ গচ্ছিত থাকে তার হিসাব দিতে হবে। এছাড়া দামি পেইন্টিং, পুরনো মূল্যবান জিনিস, ফার্নিচার, ইলেকট্রনিক সরঞ্জামাদি, হস্তান্তরযোগ্য সম্পত্তি, ইন্স্যুরেন্স, শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি যদি থাকে তাও বর্ণনায় উল্লেখ করতে হবে। ২০১৪ এবং ২০১৫ এই দুই সালের হিসাব বিবরণী ও রিটার্ন দাখিল করতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লাখ কর্মচারী এর আওতায় পড়বে। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment