কম্বোডিয়ায় যাত্রীবোঝাই একটি গাড়ি ফেরি থেকে ছিটকে নদীতে পড়ে ৫ শিশুসহ ৭ জনের সলিল সমাধি হয়েছে। রবিবার রাতে দক্ষিণাঞ্চলীয় কানডাল প্রদেশে এই ঘটনাটি ঘটে।
তদন্ত কর্মকর্তারা বলেন, একটি গাড়ির চালক বেপরোয়া গতিতে স্থানীয় একটি ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ‘চালক দুই ক্যান বিয়ার খেয়েছিলেন। তিনি ফেরিতে ওঠার সময় খুব দ্রুতগতিতে গাড়িটি চালান এবং নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান।’ গাড়ির যাত্রীরা বার্ষিক কিংমিং উত্সবে এক আত্মীয়ের কবরে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন।
চালকটি গাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও যাত্রীরা মারা যায়। চালককে গ্রেফতার করা হয়েছে।


No comments:
Post a Comment